রাজধানীর পল্টনের শান্তিনগর ও কদমতলীর পলাশপুর এলাকা থেকে নারীসহ দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, মো. খালিদুজ্জামান এবং নাজমুন নাহার সাথী। তাদের মধ্যে খালেকুজ্জামান মুন্সিগঞ্জ সদর জেলার আব্দুল মোমেনের ছেলে।
আরও পড়ুন>> ভূমিকম্প: মরক্কোতে নিহত দুই হাজার ছাড়াল
খালেকুজ্জামানের খালাতো ভাই তোফায়েল আহমেদ বলেন, ‘আমার ভাই কিছু করতেন না, বাসায় থাকতেন। তার মা অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। উপায় না পেয়ে গতরাতে নিজ রুমে গলায় ফাঁস দেন। খবর পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
অন্যদিকে রাজধানীর কদমতলীর পলাশপুর এলাকার একটি বাসা থেকে নাজমুল নাহার সাথী নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
তার ভাই আব্দুল লতিফ জানান, ‘সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সাথীও ফাঁস দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন।’
বোনের আত্মহত্যার বিষয়ে সন্দেহ প্রকাশ করে আব্দুল লতিফ জানান, ‘আমি জানতে পেরেছি খাটের ওপরে সাথীর দুই পা হাঁটু দিয়ে বসা ছিল। এ অবস্থায় তার ফাঁসি দেওয়ার বিষয়টি আমাদের বিশ্বাস হচ্ছে না। আমরা মৃত্যুর সঠিক তদন্ত চাই।’ শনিরআখড়ায় সাথীর স্বামীর ওষুধের ব্যবসা রয়েছে।
ইবাংলা/এসআরএস