ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানেতে নির্মাণাধীন বহুতল ভবনের লিফট ছিঁড়ে পড়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে পৌনে পৌনে সাতটার মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতরা হলেন- মেহেন্দ্র চৌপল, রুপেশ কুমার দাস, হারুণ সেখ, মিথিলেশ, কারিদাস, সুনীল কুমার দাস। বাকি একজনের নামপরিচয় জানা যায়নি।থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক কর্মকর্তা জানান, লিফটটি যখন ছিঁড়ে পড়ে, তখন তাতে সাতজন শ্রমিক ছিলেন।
তাদের কেউই আর বেঁচে নেই। লিফটটি ছিঁড়ে ৪০তলা উঁচু ভবনটির ভূগর্ভস্থ তৃতীয়তল বেসমেন্টে ভেঙে পড়ে। ভবনটির নাম রুনওয়াল কমপ্লেক্স।
এদিকে দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কী কারণে লিফটটি ছিঁড়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থল ভালো করে পরীক্ষা করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন…বৈঠকে ইমানুয়েল ম্যাক্রোঁ-প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এ ছাড়া মৃতদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।