কমিশন পেতে ফ্রান্স থেকে এয়ারবাস কিনবে সরকার: ফখরুল

ফ্রান্স থেকে এয়ারবাস কেনার জন্য সরকারের পরিকল্পনার সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘সরকার দেশের মানুষকে খেতে দিতে পারে না, নিরাপত্তা দিতে পারে না, ভোটের অধিকার দিতে পারে না। ভেঙে পড়া বিমানের জন্য দশটা এয়ারবাস কিনবে। কারণ বোয়িংয়ে কমিশন পাওয়া যায় না। এয়ারবাসে কমিশন পাওয়া যায়।’

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির উদ্যাগে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন>> দ্বিতীয় ধাপে একাদশে ভর্তির আবেদন শুরু আজ

২৪ ঘণ্টারও কম সময়ে বাংলাদেশ সফর করে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সফরকালে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর ম্যাক্রোঁ বলেন, ফরাসি উড়োজাহাজ নির্মাণ সংস্থার তৈরি নতুন ১০টি এয়ারবাস কিনতে প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা।

ইউরোপীয় বিমান প্রস্তুতকারী কোম্পানিটির সঙ্গে এই প্রথম চুক্তি করছে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বিমান বহরে মূলত বোয়িং কোম্পানির বিমানই বেশি ব্যবহার করা হয়।

জানা গেছে, এয়ারবাসের এ৩৫০ ওয়াইডবডি বিমান কিনবে বাংলাদেশ। যদিও চুক্তি এখনো চূড়ান্ত হয়নি।

৫১ বছর বয়সী বিমান বাংলাদেশের বহরে ২০টির বেশি উড়োজাহাজ রয়েছে। এগুলোর বেশিরভাগই বোয়িং বিমান। বিমান বাংলাদেশের বহরে থাকা অর্ধেকের বেশি বিমানই ওয়াইবডি এয়ারক্রাফট; আর কিছু আছে ড্যাশ-৮ টার্বোপ্রপস।

মির্জা ফখরুল এয়ারবাস কেনার প্রসঙ্গ তুলে বলেন, দেশের মানুষের এই অবস্থার মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন। নেচে-গেয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়েছে। দেশের মানুষ ভেবেছে ভালো কিছু হয়তো হবে। কী হয়েছে ১০টা এয়ারবাস কিনবে। আর স্যাটেলাইট-২ আবার কেনা হবে।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষকে খেতে দিতে পারে না, দেশের মানুষের অসুখ নিরাময় করতে পারে না, হাসপাতাল বানাতে পারে না, স্বাস্থ্যসেবা দিতে পারে না, ভোটের অধিকার দিতে পারে না। অথচ বিমান ভেঙে পড়ছে সেটার জন্য ১০টা এয়ারবাস কিনে দেবে যাতে চুরি করতে সুবিধা হয়।

ইবাংলা/এসআরএস

ফখরুল