পর্যটকদের ভোগান্তি কমালো পুলিশের অস্থায়ী বাস সার্ভিস

চট্টগ্রাম ব্যুরো

পরিবহন ধর্মঘটের কারনে কক্সবাজারে আটকে পরা পর্যটকদের ভোগান্তি কমাতে এগিয়ে এসেছে পুলিশ। পুলিশের গাড়িতে করেই কক্সবাজার ছাড়ছেন পর্যটকেরা। এজন্য শনিবার (৬ নভেম্বর) বিকেল থেকে পুলিশ লাইন্সে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে থাকেন পর্যটকরা।

রাত ১১টা পর্যন্ত ২৯৭ জন পর্যটক নাম অন্তর্ভুক্ত করেছেন। ইতোমধ্যে ৪টি বাস যোগে ১৮০ জন পর্যটক কক্সবাজার ত্যাগ করেছেন। সন্ধায় প্রথম বাসটি ৪৬ জন পর্যটক নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। অস্থায়ী এই বাস সার্ভিসের কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মো. জাকির হোসেন খান।

তিনি বলেন, পর্যটকদের দুর্ভোগের কথা ভেবে পুলিশের উপর মহলের নির্দেশনায় কক্সবাজার জেলা পুলিশ এসব বাসে করে আটকেপড়া পর্যটকদের চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এখন পর্যন্ত ৪ বাসে করে ১৮০ জন পর্যটক কক্সবাজার ত্যাগ করেছেন। আরও অনেক বাস রয়েছে যেগুলোতে বাকিদের পৌঁছে দেওয়া হবে।

এদিকে সকাল থেকে বাস বন্ধের ফলে দ্বিগুণ-তিনগুণ দামেও বিমানে করে কক্সবাজার ত্যাগ করেছে অনেক পর্যটক। যাদের সেই সামর্থ্য নেই তারা ছোট যানবাহনে কক্সবাজার ছাড়ার চেষ্টা করছেন। কিন্তু অন্য সময়ের চেয়ে ভাড়া দুই-তিনগুণ হওয়ায় তারা কক্সবাজার ত্যাগ করতে পারছেন না।
এমন দুর্ভোগে পুলিশের এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন পর্যটক ও স্থানীয়রা।

কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, পর্যটকদের দুর্ভোগের কথা চিন্তা করে ফ্রি বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এই সিন্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত ১৮০ জন পর্যটককে চট্টগ্রামে পৌছে দেওয়া হয়েছে। রোববার বাকি পর্যটকদেরও পৌছানো হবে।

কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মো. জাকির হোসেন খান। তিনি বলেন, পর্যটকদের দুর্ভোগের কথা ভেবে পুলিশের উপর মহলের নির্দেশনায় কক্সবাজার জেলা পুলিশ এসব বাসে করে আটকেপড়া পর্যটকদের চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এখন পর্যন্ত ৪ বাসে করে ১৮০ জন পর্যটক কক্সবাজার ত্যাগ করেছেন। আরও অনেক বাস রয়েছে যেগুলোতে বাকিদের পৌঁছে দেওয়া হবে।

  • এদিকে সকাল থেকে বাস বন্ধের ফলে দ্বিগুণ-তিনগুণ দামেও বিমানে করে কক্সবাজার ত্যাগ করেছে অনেক পর্যটক। যাদের সেই সামর্থ্য নেই তারা ছোট যানবাহনে কক্সবাজার ছাড়ার চেষ্টা করছেন। কিন্তু অন্য সময়ের চেয়ে ভাড়া দুই-তিনগুণ হওয়ায় তারা কক্সবাজার ত্যাগ করতে পারছেন না। এমন দুর্ভোগে পুলিশের এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন পর্যটক ও স্থানীয়রা।

কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, পর্যটকদের দুর্ভোগের কথা চিন্তা করে ফ্রি বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এই সিন্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত ১৮০ জন পর্যটককে চট্টগ্রামে পৌছে দেওয়া হয়েছে। রোববার বাকি পর্যটকদেরও পৌছানো হবে।

ইবাংলা/ টিপি/ ৭ নভেম্বর, ২০২১

কক্সববাজারপরিববহণ ধর্মঘটপর্যটক
Comments (0)
Add Comment