আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমে আসায় শোধনাগারগুলো সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা এবং পাম তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা কমিয়েছে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন>> রোববার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
নতুন দর অনুযায়ী এক লিটার সয়াবিন তেলের দাম হবে ১৬৯ টাকা, যা এখন আছে ১৭৪ টাকা। এ ছাড়া পাম তেলের দাম হবে ১২৪ টাকা, যা এখন আছে ১২৮ টাকা।
৫ লিটার সয়াবিন তেলের বোতলের দাম হবে ৮২৫ টাকা, যা এখন আছে ৮৫০ টাকা।
আগামী ১৭ সেপ্টেম্বর থেকে খুচরা বাজারে নতুন দাম কার্যকর হবে।
ইবাংলা/এসআরএস