যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, আগামী বৃহস্পতিবার জেলেনস্কি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন।

কংগ্রেস থেকেও এই সফরের বিষয়ে ইঙ্গিত মিলেছে। যদিও জেলেনস্কির সফরের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন>> ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, হাসপাতালে ২১১৯

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আমেরিকায় অবস্থানের সময় দেশটির গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলেও যাবেন জেলেনস্কি। সেখানে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য আরও মার্কিন সহায়তা পাওয়ার চেষ্টা চালাবেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য নতুন করে ২১ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করতে পারে বলেও মনে করা হচ্ছে।

গত সপ্তাহেই মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এক বিলিয়ন ডলারের সাহায্য ঘোষণা করেছে। ২১ বিলিয়ন ডলারের প্যাকেজ নিয়ে মার্কিন কংগ্রেসে বিতর্ক চলছে। এই পরিস্থিতিতে ক্যাপিটল হিলে কংগ্রেসে গিয়ে সকলের সঙ্গে কথা বলতে পারেন জেলেনস্কি।

এর আগে ২০২২ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে যান জেলেনস্কি। মার্কিন কংগ্রেসে বক্তৃতা দিয়েছিলেন। এবারও জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে অর্থ দিচ্ছে তা ‘সাহায্য’ নয়, এই অর্থ আসলে ‘বিনিয়োগ’। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই বিনিয়োগ হিসেবে এই অর্থকে ধরতে হবে।

সূত্র: রয়টার্স, বিবিসি

ইবাংলা/এসআরএস

জেলেনস্কি