কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি গতকাল শনিবার রাতে তার নির্বাচনী এলাকা মধুপুরের পাহাড়ী এলাকার বিভিন্ন স্থানে পথসভা করেছেন। পথসভায় কৃষিমন্ত্রী তার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, সারাদেশে শেখ হাসিনা সরকার ব্যাপক উন্নয়ন করেছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৫ বছরে দেশে যে উন্নয়ন করেছেন তা বাংলাদেশের ইতিহাসে আর কেউ করতে পারেনি। ৩২’ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু করেছে। সারাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে।
আরও পড়ুন…ইসলামী ব্যাংকের উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
তিনি আরো বলেন, মধুপুরেও অনেক উন্নয়ন মুলক কাজ হয়েছে। মধুপুর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ১’শ শয্যায় উন্নিত করা হয়েছে। একটি সরকারি ম্যাটস ইন্সটিটিউট করা হয়েছে। ৭২ হাজার মেট্রিক টনের সাইলো করা হয়েছে।
এলেঙ্গা থেকে মধুপুর হয়ে জামালপুর মহাসড়ক সম্পুন্য হয়েছে। মধুপুর থেকে ময়মনসিংহ মহা সড়কের কাজ চলমান। মধুপুর একটি আধুনিক অডিটরিয়ামসহ বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।
কৃষিমন্ত্রী বলেন, মধুপুরের জলছত্র, মোটেরবাজার, গারোবাজারে কৃষকরা কাদার মধ্যে আনারস বিক্রি করতে কষ্ট হতো। কৃষকদের কষ্টের কথা চিন্তা করে এ তিনটি বাজারে রাস্তা প্রসস্থ করাসহ বাজারের উন্নয়ন করেছি। এখন আর কৃষকদের কষ্ট করতে হয়না। এলাকার কোন সমস্যার কথা আমাকে বলতে হয়না।
আরও পড়ুন…এশিয়া কাপ: শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন ভারত
আমি নিজে নিজেই চিন্তা করে এলাকার উন্নয়নে কাজ করি। গারোবাজার ও মোটের বাজারে এসে যখন দেখলাম সুন্দর রাস্তা হয়েছে দেখে খুবই ভালো লেগেছে। এ সময় তিনি মধুপুরের অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, দলের জন্য ইউনিয়নের নেতৃবৃন্দ অনেক শ্রম দিচ্ছে। এই জন্য তাদেরকে তিনি তাদেরকে ধন্যবাদ জানান। কৃষিমন্ত্রী গত শনিবার রাতে মহিষমারা ইউনিয়নের গারোবাজার, বাগানবাড়ি চৌরাস্তা, আউশনারা ইউনিয়নের মোটের বাজার, শাইলবাইদ, কাকরাইদ ও মধুপুরের পথসভা বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা পৌর সভা মেয়র আলহাজ¦ সিদ্দিক হোসেন খান, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সদস্য ডা. মীর ফরহাদুল আলম মণি, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক সরকার।
মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, যষ্ঠিনা নকরেক, মির্জাবাড়ি ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, মহিষমারা ইউপি চেয়ারম্যান মো. মহি উদ্দিন, আউশনারা কলেজের অধ্যক্ষ কৃষিবিদ কামরুজ্জামান জুয়েল।
আরও পড়ুন…ইবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, আউশনারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুর রহমান, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সেন্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ সজীবসহ স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।