মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী জাতীয় বীর। বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলামা মোস্তফা( মোস্তফা ঠাকুর) পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন।
মরহুম মোস্তফা ঠাকুর(৭০) সরিষাবাড়ী পৌর সভার চক হাটবাড়ী গ্রমে নিজ বাস ভবনে রবিবার ১৭ সেপ্টেম্বর রাত ১১:৩০ টা সময় ইহধামের মায়া ত্যাগ করেন। ইন্নাহলিল্লাহি,,,,রাজিউন)।
আরও পড়ুন…মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে শুটিংয়ে ফিরছেন পরীমণি
সরিষাবাড়ী উপজেলার সাবেক পরিবার পরিকল্পনা অফিসার বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মোস্তফা”কে সোমবার ১৮ সেপ্টেম্বর চক হাট বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেল ৩ টায় রাষ্ট্রিয় মর্যাদা শেষে পারিবারিক করস্থানে তাঁকে দাফন করা হয়।
সরিষাবাড়ী থানার ওসি মহব্বত কবিরের নেতৃত্ব রাষ্ট্রিয় মরযাদা গার্ড অব অনার প্রদান করেন। এ সময় রাষ্ট্টের পক্ষে উপজেলা নির্বাহি অফিসার শারমিন আক্তার ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এবং এক মিনিট নীরবতা পালনে অংশ নেন।
জাতীয় পতাকায় ঢাকা মোস্তফা ঠাকুরকে গার্ড অব অনার প্রদান শেষে বিউগলে করুন সুর বেজে উঠে। পারিবারিক জীবণে তিনি ছিলেন একজন আদর্শ অভিভাবক। তাঁর বড় ছেলে বিসিএস পরিক্ষায় প্রস্ততি নিচ্ছেন।
মেঝো ছেলে চট্টগ্রামে বেসরকারী একটি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক ছোট ছেলে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাডেট কোরে অফিসার পদে চাকুরীতে প্রশিক্ষণরত। স্ত্রী রাশেদা তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন তিনি।
তাঁর নামজাজে জানাজা’য় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেনসহ মুক্তিযোদ্ধাবৃন্দ পৌর মেয়র মনির উদ্দিন ও সুধিমন্ডলী উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মোস্তফা ঠাকুরের মৃত্যতে জাতি হারালোএকজন গর্বিত সন্তান আর পরিবার হারালো একজন আদর্শ অভিভাবক।