রাজধানীর তেজগাঁওয়ে প্রাইভেটকার থামিয়ে গুলি, আহত ৩

ইবাংলা প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস এলাকায় প্রাইভেটকার থামিয়ে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে এক পথচারী গুলিবিদ্ধ ও আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিজি প্রেস এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পথচারীরা হলেন-ভুবন চন্দ্র শীল (৪৫) আহতরা হলেন- মামুন (৫৪) ও আরিফুল হক (৩০)

আরও পড়ুন…ক্রিকেটার নাসিরের বিরুদ্ধে আইসিসি দুর্নীতির অভিযোগ

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, রাত নয়টার দিকে মগবাজার এলাকার পিয়াসা বার থেকে প্রাইভেটকারে করে মামুন, খোকন ও মিঠু নামে তিনজন শুক্রাবাদের দিকে যাচ্ছিলেন।

তাদের গাড়িটি তেজগাঁও শিল্পাঞ্চল থানার সিটি পেট্রোল পাম্প ও বিজি প্রেসের মাঝামাঝি স্থানে এলে চারটি হোন্ডায় ৭-৮ জন সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে গুলি করে। এসময় গাড়ি থেকে মামুন, মিঠু ও খোকন নেমে পড়লে সন্ত্রাসীরা মামুনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

এসময় পথচারী ভুবন চন্দ্র শিলের মাথায় গুলি লাগে এবং আরও এক পথচারী আরিফুল হক আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। আমরা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ এবং এ ঘটনা জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ বলেন, সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি সন্ত্রাসী মামুন ২০ বছর জেল খেটে বের হয়েছেন। সন্ত্রাসী ইমন জেলে মামুনকে হুমকি দিয়েছিলেন। পিয়াসা বার থেকে ফেরার পথে মামুনের গাড়িতে হামলা হয়। ধারণা করা হচ্ছে, ইমনের লোকজনই হামলা করছে।

২.৪.৬ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, তিনি সম্ভাব্য দুর্নীতিতে যুক্ত ছিলেন এমন তদন্তের বিষয়ে দুর্নীতির তদন্তে থাকা কর্মকর্তাকে বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন বা তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

উল্লেখ্য, আবুধাবি টি-টেন লিগে ২০২১ সালে পুনে ডেভিলসের নেতৃত্বে ছিলেন নাসির। যদিও গ্রুপ পর্বে ৬ ম্যাচে ২ জয়ে ৮ দলের মধ্যে সবার শেষে ছিল দলটির অবস্থান। ভালো করতে পারেননি নাসির নিজেও।

আরও পড়ুন…সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুর হাইকোর্টে জামিন

২০১৮ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন নাসির হোসেন। এরপর আর দেশের জার্সিতে দেখা যায়নি তাকে। সর্বশেষ বিপিএলে ভালো পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ফেরার গুঞ্জন শোনা গিয়েছিল, তবে সেটি আর হয়নি।

ইবাংলা/ জেএন

আহত ৩