যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার দুপুর যশোর জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত চৌগাছার চাঁদপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে জামাল হোসেন (৪৫)।
ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, জেলায় বর্তমানে ১৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৭২ জন ভর্তি যশোর জেনারেল হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় জামাল হোসেন নামে এক রোগের মৃত্যু হয়েছে।
তিনি তিন থেকে চার দিন যাবত বাড়িতে জ্বরে ভুগছিলেন। গত ১৬ সেপ্টেম্বর তাকে হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু ভাইরাস ধরা পড়ে।
গত ১৮ সেপ্টেম্বর বিকেলে তাকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) তিনি মারা গেছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছে।