সরকারকে স্বৈরাচার, ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ জানে কিভাবে স্বৈরাচারের পতন ঘটাতে হয়। এবার তাই হবে।
সোমবার (২ অক্টোবর) নয়াপল্টনে সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এক দফা দাবি আদায়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যােগে কৃষক সমাবেশে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন>> চিকিৎসায় নোবেল পেলেন কোভিড টিকার দুই গবেষক
নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের সবাইকে দুর্বার আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। প্রতিরোধের জন্য প্রস্তুত হতে হবে।
মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য সরকার বিভিন্ন আইন কানুন দেখাচ্ছে। অথচ আজকের প্রধানমন্ত্রীর কানে সমস্যার সময়ে প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে চিকিৎসা করিয়েছেন।
জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ব্যারিস্টার শাহজাহান ওমর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু প্রমুখ।
ইবাংলা/এসআরএস