ভারতের মুম্বাইয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৪০ জন।
শুক্রবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দুর্ঘটনায় আহতদের মুম্বাইয়ের এইচবিটি ও কুপার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন>> পাবলিক খায় বলে ‘তলে তলে’ শব্দ বলেছি: কাদের
বৃহানমুম্বাই মিউনিসিপল করপোরেশনের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত ৩টায় মুম্বাইয়ের গোরেগাঁওয়ে জয় ভবানি নামের একটি সাততলা ভবনে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ছয়জনের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী।
অন্যদিকে আহত ৪০ জনের মধ্যে কয়েকজন শিশুসহ ১২ জন পুরুষ এবং ২৮ জন নারী রয়েছেন। অবশ্য ভবনে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
ইবাংলা/এসআরএস