টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মাহমুদউল্লাহ

চেন্নাইয়ের চিপকে বিশ্বকাপের তৃতীয় ম্যাচ খেলতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। শুক্রবার স্পিন-বান্ধব উইকেটে টস হেসে প্রথমে ব্যাটিং পেয়েছে টিম টাইগার্স। কন্ডিশন ও উইকেট বিবেচনায় মাহমুদউল্লাহ রিয়াদকে একাদশে ফিরিয়ে টিম ম্যানেজমেন্ট। বাদ পড়েছেন শেখ মেহেদি।

নিউজল্যান্ড দলে পরিবর্তন একটি। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন দলে ফেরায় বাদ পড়েছেন উইল ইয়ং। ওয়ানডে বিশ্বকাপে ষষ্ঠবারের মতো মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আগের পাঁচ সাক্ষাতেই হেরেছে টাইগাররা। ওই পাঁচ ম্যাচের প্রতিটিতে প্রথমে ব্যাটিং করেছিল লাল-সবুজ দল।

আরও পড়ুন>> আদালতে মিথ্যা বলেছেন এ্যানি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ : ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্তনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন এবং ট্রেন্ট বোল্ট।

ইবাংলা/এসআরএস

ব্যাটিংয়ে বাংলাদেশ