ইসলামী ব্যাংকের সঙ্গে শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির আওতায় শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের বিভিন্ন টেস্টের ওপর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ড গ্রাহকরা বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।

আরও পড়ুন…ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বোরচিত হত্যাযজ্ঞ ও হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

বুধবার (১১ অক্টোবর) ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলীর উপস্থিতিতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ও শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের ডাইরেক্টর (প্রশাসন) ফুটোশিকোনো এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মানজুরুল হক, ভাইস প্রেসিডেন্ট মোঃ মোজাহিদুল ইসলাম ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এম শহীদুল এমরান,

শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের সিনিয়র ম্যানেজার সাজ্জাদুর রহমান শুভ ও মিডিয়া ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন ব্রান্ড কমিউনিকেশন অফিসার মোঃ আজিজুল বেগ লিমনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

ইবাংলা বাএ

হাসপাতালের চুক্তি স্বাক্ষর