বাবর-রেজওয়ান জুটিতে ম্যাচে ফিরেছে পাকিস্তান

বিশ্বকাপে আসরের ১২তম ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে টস জিতেই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান। শনিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হয় ভারত-পাকিস্তান মহারণ।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে খুব সতর্কভাবেই শুরু করে পাকিস্তানের দুই ওপেনার। আবদুল্লাহ শফিক ও ইমাম উল হক বেশ দেখে শুনেই খেলতে থাকে যশপ্রীতি বুমরাহ ও মোহাম্মদ সিরাজের বল। তবে ৭.৬ ওভারে মোহাম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ আউট সাঝঘরে ফিরেন শফিক। এসময় তিনি করেন ২৪ বলে ২০ রান। এরপর মাঠে নামেন বাবর আজম।

আরও পড়ুন>> কাওলায় আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী

পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন দলীয় ৭৩ রানে। ১২.৩ ওভারে হার্দিক পান্ডের বলে রাহুলের কছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইমাম-উল-হক। এ সময় তিনি ৩৮ বলে ৩৬ রান করেন।

এরপর মাঠে নামের রিজওয়ান। বড় বিপদ থেকে রক্ষা পান এই মিডলঅর্ডার। আম্পায়ার এলবিডব্লিউ দিয়ে দিয়েছিল তাকে। পরে রিভিউ নিয়ে রক্ষা পান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করেছে পাকিস্তান। পিচে বাবর আজম (৩৮) ও মোহাম্মদ রেজওয়ান (৩৮) রানে অপরাজিত আছেন। ৬০ রানের জুটি গড়েছেন এ দুই পাক ব্যাটার।

হাইভোল্টেজ এ ম্যাচের আগে মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে বিশ্বকাপের আয়োজক ভারত। বিশ্বকাপে এ পর্যন্ত সাতবার পাকিস্তানের মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে ভারত। সবমিলিয়ে অবশ্য ওয়ানডে পরিসংখ্যানে এগিয়ে থাকছে পাকিস্তানই। এখন পর্যন্ত ৫০ ওভারের ক্রিকেটে ১৩৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ৭৩ জয়ের বিপরীতে ১৯টি ম্যাচে হেরেছে মেন ইন গ্রিনরা। রোমাঞ্চ-উত্তেজনা নিয়ে ভারত-পাকিস্তান লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ওয়ানডেতে সবশেষ ৫ ম্যাচে দু’দলই চারটি করে ম্যাচ জিতেছে, হেরেছে একটিতে।

এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিক ভারত। ঈশাণ কিষানের পরিবর্তে একাদশে ফিরেছেন শুভমান গিল। অন্যদিকে, ভারত বধের মিশনে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে মেন ইন গ্রিনরা। দু’দলের র‍্যাংকিং আর সাম্প্রতিক ফর্মও দিচ্ছে জমজমাট লড়াইয়ের আভাস। বর্তমানে ওয়ানডেতে এক নম্বর দল ভারত এবং তালিকার দুইয়ে আছে পাকিস্তান।

পাকিস্তান একাদশ:

আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

ইবাংলা/এসআরএস

পাকিস্তান