লঙ্কানদের হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেল অস্ট্রেলিয়া

চলমান বিশ্বকাপে ১৪তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে শ্রীলংকা ক্রিকেট দল। সেখানে আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অজিদের বোলিং তোপে সব কয়টি উইকেট হারিয়ে ২০৯ রানে অলআউট হয় শ্রীলংকা। ফলে অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ায় ২১০ রান। ৩৫.২ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয়ে বন্দরে পৌঁছে যায় ৫ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

লঙ্কানদের দেয়া ২১০ রানের টার্গেটে অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং নামেন মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। এই দুইজন দেখে শুনে লংকান বোলারদের মোকাবেলা করেন। উদ্বোধনী জুটিতে অজি এই দুই ব্যাটার করেন ২৪ রান। দিলশান মাদুশঙ্কার বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথে হেঁটে যান ওয়ার্নার। যাওয়ার আগে তিনি করেন ৬ বলে ১১ রান। এরপর মাঠে নামেন স্টিভেন স্মিথ। তিনিও রানের খাতা খোলার আগে আউট হয়েছেন।

আরও পড়ুন>> ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, হাসপাতালে ২৪৭৫

দিলশান মাদুশঙ্কার বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথে হেঁটে যান স্মিথ। স্মিথ চলে যাওয়ায় অপর প্রান্তে আগলিয়ে থাকেন মিচেল মিচেল মার্শ। দেখে-শুনে খেলে ক্যারিয়ারের ১৮তম অর্ধশতক পূর্ণ করেন তিনি। যাওয়ার আগে তিনি ৫১ বলে ৫২ রান করেন। এরপর মাঠে নামেন জশ ইংলিস।

৬ষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে শ্রীলঙ্কান বোলারদের বেধরক মারতে থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। তার ব্যাটিং ২১ বলে ৩১ রানের টর্নেডো ইনিংস অজিদের ১৬ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে দেয়। স্টইনিস ২০ রানে অপরাজিত থাকেন। লঙ্কানদের হয়ে মাদুশাঙ্কা ৩টি ও ওয়েলালাগে ১টি করে উইকেট পান।

এরআগে সোমবার (১৬ অক্টোবর) লখণৌয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারি বাজপায়ী স্টেডিয়ামে টসে জিতে ৪ ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট ধরে রেখে ব্যাট চালাতে থাকেন পাথুম নিশাঙ্কা ও কুশাল পেরেরা।

অজি বোলারদের রকচক্ষু উপেক্ষা করেই সাবলীল ভঙ্গীতে খেলতে থাকেন দুজন। আর তাতেই পাওয়ার প্লের ১০ ওভারেই দলীয় অর্ধশতক রান পূর্ণ হয় লঙ্কানদের। এরপর রানের চাকার গতি কিছুটা বাড়িয়ে দেন দুজন। ফলে শতরানের কোঠা পূরণ তারা করে ফেলেন ইনিংসের ১৮তম ওভারেই।

দায়িত্বশীল ব্যাটিংয়ের মাধ্যমে দলকে তারা টেনে নিয়ে যেতে থাকেন চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে। কিন্তু দলীয় ১২৫ রানে পাথুম নিশাঙ্কার বিদায়ের পর কিছু সময় পেরেরার ব্যাটে লড়াই চালিয়ে যায়। কিন্তু ৭৮ রানে পেরেরার বিদায়ের পর লঙ্কান শিবিরে শুরু হয় আসা যাওয়ার মিছিল।

সেই মিছিলে একে একে শামিল হন কুশাল মেন্ডিস, সাদিরা সামারাউইক্রিমা, চারিথ আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দিমুথ ওয়েল্লালেগা, চামিকা কারুনারত্নে, মাহেশ থিকসানা ও লাহিরু কুমারা।

এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ৪৩ ওভার ৩ বলে ২০৯ রানে অলআউট হয় লঙ্কানরা। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জ্যাম্পা নেন ৪টি উইকেট।

ইবাংলা/এসআরএস

জয় পেল অস্ট্রেলিয়া