চলতি বিশ্বকাপে প্রথম অঘটন উপহার দিয়েছে আফগানিস্তান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে তারা। এর রেশ না কাটতেই আরেকটি অঘটন টুর্নামেন্টের ত্রয়োদশ আসরে। মঙ্গলবার চোকার্স-খ্যাত দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছে নেদারল্যান্ডস। ওয়ানডে ইতিহাসে প্রোটিয়াদের বিপক্ষে এটাই প্রথম জয় ডাচ ক্রিকেটারদের।
আজ ধর্মশালায় বৃষ্টির বাগড়ায় ম্যাচের পরিধি নেমে আসে ৪৩ ওভারে। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৪৫ রানের পুঁজি পায় নেদারল্যান্ডস। যা তাড়া করতে নেমে ৪২.৫ ওভারে ২০৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। অথচ তারা টানা তিন ম্যাচ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল। যাদের হারিয়ে টুর্নামেন্টে জয়ের খাতা খুলেছে ডাচরা।
আরও পড়ুন>> বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ সরব অবস্থানে যুক্তরাষ্ট্র: মার্কিন উপ-সহকারী মন্ত্রী
রান তাড়ায় কখনোই জয়ের স্বপ্ন জাগাতে পারেনি প্রোটিয়া ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস আসে ডেভিড মিলারের ব্যাট থেকে। শেষ দিকে ৪০ রান করেন কেশভ মহারাজ। নেদারল্যান্ডসের হয়ে ২টি করে উইকেট পান লোগান ফন বিক, পল ফন মিকারেন, রুলফ ফন ডার মারউই এবং বাস ডি লিড। কলিন অ্যাকারম্যান পান ১টি।
ম্যাচসেরা হয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ধ্বংসস্তুপে দাঁড়িয়ে বিধ্বংসী ব্যাটিংয়ে তিনিই দলকে জয়ের মঞ্চ গড়ে দেন। ৬৯ বলে ৭৮ রানের ইনিংস ১০ চার ও ১ ছক্কায় সাজান এডওয়ার্ড।
ইবাংলা/এসআরএস