একটা সময়ে স্পিন আক্রমণে শক্তিশালী দল ছিল বাংলাদেশ। এখনো স্পিনে সমীহ করার মতো প্রতিপক্ষ তারা। সেইসঙ্গে বোলিংভাগে যোগ হয়েছে পেস শক্তি। টাইগার পেসারও এখন ব্যাটারদের চোখে চোখ রেখে লড়াই করে। বিষয়টি অজানা নয় ভারতের বোলিং কোচ পরশ মেমব্রের। তাসকিন-মিরাজদের প্রশংসা করেছেন তিনি।
লম্বা সময় ধরে চোখে পড়ার মতো পারফরম্যান্স দেখাচ্ছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ। চলতি বছরের পরিসংখ্যান বিবেচনা করলে, বাংলাদেশি পেসারদের প্রভাব স্পষ্ট দেখা যায়। তারা শিকার করেছে ৯৪ উইকেট, যা স্পিন ইউনিটের চেয়ে ৩২ বেশি।
আরও পড়ুন>> ঢাকায় ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহো
বুধবার সংবাদ সম্মেলনে পরশ মেমব্রের বক্তব্যে এটা নিশ্চিত যে টাইগার বোলারদের নিয়ে পড়ালেখা শেষ তাদের। ভারতের বোলিং কোচ বলেছেন, ‘ গত কয়েক বছর ধরে তাসকিন বিশ্বের অন্যতম সেরা পেসার। বিভিন্ন ভেন্যু এবং উইকেটে ভালো করছে সে। কিন্তু বাংলাদেশে পেসারদের জন্য তেমন সুবিধাজনক উইকেট নেই। তারপরও দেখলাম সে খুব ভালো করছে।’
পরশ যোগ করেন, ‘দেশের প্রতিনিধিত্ব করতে ভালো খেলতে হবে। তাদের দলে অন্যরাও ভালো। স্পিনাররা ভালো করছে। মেহেদী মিরাজ এবং মাহাদি হাসান দুজনেই ভালো করছে। তাদের স্কোয়াড ভালো, বোলিং আক্রমনও।’
ইবাংলা/এসআরএস