শুরুতেই রেকর্ড জুটি দুই ওপেনার- তানজিদ হাসান এবং লিটন দাসের। দুজনেই তুলে নেন হাফসেঞ্চুরি। এরপর ব্যর্থ নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং তাওহিদ হৃদয়। চাপের মুখে লড়াই করেন মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ। সব মিলিয়ে বৃহস্পতিবার পুনেতে স্বাগতিক ভারতের বিপক্ষে ২৫৬ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে।
আজ ভারত ম্যাচে চোটের কারণে সাকিব আল হাসানকে পায়নি বাংলাদেশ। অধিনায়কত্ব করেন শান্ত। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। শুরুটা দুর্দান্ত হয় তানজিদ-লিটনের ব্যাটে। উদ্বোধনী জুটিতে বাংলাদেশের খাতায় যোগ হয় ৯৩ রান। টুর্নামেন্টে এটাই টিম টাইগার্সের সর্বোচ্চ জুটি। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম হাফসেঞ্চুরি তুলে নেন তরুণ ওপেনার তানজিদ।
আরও পড়ুন>> জনগণ বিএনপির পক্ষে নেই: স্বাস্থ্যমন্ত্রী
৫০-এর ঘরে খুব বেশিদূর এগোতে পারেননি তানজিদ। ব্যক্তিগত ৫১ রানে আউট হন ১৪.৪ ওভারে। কুলদ্বীপ যাদবের স্পিনে এলবি হন তিনি। নেতৃত্ব ভার নিয়ে খেলতে নেমে পুরোপুরি ব্যর্থ শান্ত। সাজঘরে ফেরেন মাত্র ৮ রান করে। ১৭ রান করা টাইগার অধিনায়ককে এলবি করেন আরেক ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা। পেসার মোহাম্মদ সিরাজের বলে ক্যাচ তুলে আউট হন ৩ রান করা মিরাজ।
দ্রুত তিন উইকেট খুঁইয়ে লিটনের ব্যাটে আশা দেখছিল দল। কিন্তু পঞ্চাশকে একশতে রূপান্তরিত করতে পারেননি তিনি। আউট হন ৬৬ রান করে। তাকে শিকার বানান জাদেজা। বড় জুটি গড়ে পারেননি দুই ভায়রা ভাই মুশফিক-মাহমুদউল্লাহও। তবে তাদের কল্যানে শেষতক আড়াইশ ছাড়ায় দলীয় সংগ্রহ। মুশফিক করেন ৩৮ রান। ইনিংসের শেষ ওভারে আউট হওয়া মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৪৬ রান।
ইবাংলা/এসআরএস