ওয়ার্নার-মার্শের তাণ্ডবে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৬৭ রান

ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ যেভাবে শুরু করেছিলেন তাতে মনে হচ্ছিল ৪০০ ছাড়িয়ে যাবে অস্ট্রেলিয়ার সংগ্রহ। কিন্তু অন্যদের ব্যর্থতায় চারশ’র উচ্চতায় উঠা সম্ভব হয়নি অজিদের। তবে শ্রীলঙ্কার বিপক্ষে পেয়েছে বড় পুঁজি। শুক্রবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৭ রানে থেমেছে অস্ট্রেলিয়ার ইনিংস।

বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে সেরা শুরু পেয়েছে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ওয়ার্নার ও মার্শের ব্যাটিং তাণ্ডবে চোখে সর্ষে ফুল দেখেন হাসান আলি-হারিস রউফরা। তবে শাহিন শাহ আফ্রিদি ছিলেন সঠিক পথে। ১০ ওভারে ৫৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেন এই পেসার। মূলত তার ছন্দময় বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ৪০০ রানের নিচে বেধে রাখতে পেরেছে পাকিস্তান।

আরও পড়ুন>> ২৮ অক্টোবর বিএনপির পরিণতি ১০ ডিসেম্বরের মতো হবে: ওবায়দুল কাদের

ওয়ার্নার-মার্শের জুটিতে অস্ট্রেলিয়ার খাতায় যোগ হয় ২৫৯ রান। বিশ্বকাপে এটাই তাদের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। আগের সেরা ছিল ১৩৭ রানের উদ্বোধনী জুটি, ২০১১ বিশ্বকাপে কানাডার বিপক্ষে। ইনিংসের ৩৪তম ওভারে অজিদের রেকর্ড জুটি ভাঙেন শাহিন। মাঠছাড়া করেন জন্মদিনে সেঞ্চুরি হাঁকানো মার্শকে। ১০৮ বলে ১০ চার ও ৯ ছক্কায় ১২১ রান করেন তিনি।

পরের বলেই গ্লেন ম্যাক্সওয়েলকে (০) শিকার বানান শাহিন। দুই অঙ্কের ঘরে পৌছানোর আগে স্টিভ স্মিথকে (৭) আউট করেন উসামা মির। সবচেয়ে খরুচে বোলার হারিসের বলে ক্যাচ দিয়ে ফিরেন ওয়ার্নার। তার ১৬৩ রানের (১২৪ বলে) বিধ্বংসী ইনিংসে ছিল ১৪ চার ও ৯ ছক্কার মার। ৮ ওভারে ৮৩ রান দেওয়া হারিস পান জশ ইনগ্লিশ (১৩) এবং মার্নাস লাবুশানের (৮) উইকেটও।

শেষ দিকে মার্কাস স্টয়নিস (২১), মিচেল স্টার্ক (২) এবং জশ হ্যাজলউডকে (০) শিকার বানিয়ে ৫ উইকেটের কোট পূর্ণ করেন শাহিন। দুইবার হ্যাটট্রিকের আশা জাগিয়েও তা করতে পারেননি পাকিস্তানি এই পেসার।

ইবাংলা/এসআরএস

অস্ট্রেলিয়া