নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

বিশ্বকাপে টানা চার জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ভারত ও নিউজিল্যান্ড। স্বাগতিকরা প্র্রতিটি জয় পেয়েছে রান তাড়ায়। তাই আরও একবার প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। রবিবার র্ধমশালায় টস ভাগ্য জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক।

সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ছাড়া খেলতে নেমেছে ভারত। চোটের কারণে সাইডলাইনে স্বাগতিক অলরাউন্ডার। একাদশে ঠাঁই হয়নি শার্দুল ঠাকুরের। তাদের পরিবর্তে রাখা হয়েছে মোহাম্মদ শামি এবং সুর্যকুমার যাদবকে। অপরদিকে উইনিং কম্বিনেশনে কোনো পরিবর্তন আনেনি নিউজিল্যান্ড।

আরও পড়ুন>> নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সুর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, টম লাথাম (অধিনায়ক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্তনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন এবং ট্রেন্ট বোল্ট।

ইবাংলা/এসআরএস

ভারত