২৮২ রানের বড় পুঁজি পাকিস্তানের

সুযোগ পেয়েই জ্বলে উঠলেন নুর আহমেদ। আফগানিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনারের ঘূর্ণিতে পথ হারায় ছন্দে থাকা তিন পাকিস্তানি ব্যাটার। নুরের স্পিনে ভাটা পড়েছিল পাকিস্তানের রান খাতায়। তবে সোমবার চেন্নাইয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রানের বড় পুঁজি পেয়েছে তারা।

এমএ চিদাম্বরম স্টেডিয়াম স্পিনারদের স্বর্গরাজ্য। চিপক নামে পরিচিত এই ভেন্যুতে তাই ব্যাটিংয়ে সর্বোচ্চ সতর্ক ছিল পাকিস্তানি ব্যাটাররা। ফলস্বরূপ প্রথম পাওয়ারপ্লেতে কোনো উইকেট হারায়নি তারা। ১১তম ওভারের প্রথম বলে প্রথম আঘাত হানেন আজমতউল্লাহ ওমরজাই।

আরও পড়ুন>> মোহাম্মদপুর কৃষি মার্কেটের নির্মাণ কাজ শুরু হবে ৩০ অক্টোবর: মেয়র আতিক

আফগান পেসারের বলে ক্যাচ তুলে দলীয় ৫৬ এবং ব্যক্তিগত ১৭ রানে মাঠ ছাড়েন ইমাম উল হক। এরপর আব্দুল্লাহ শফিক এবং বাবর আজম সচল রাখেন দলের রানচাকা। দুজনকেই আউট করে পাকিস্তানের লাগাম টেনে ধরেন নুর। প্রথমে এলবি করেন শফিককে। ৭৫ বলে ৫ চার ও ২ ছ্কায় ৫৮ রানে আউট হন পাকিস্তানি ওপেনার।

নিজের পরের ওভারে মোহাম্মদ রিজওয়ানকে (৮) মাঠছাড়া করেন নুর। ইনিংসের ৩৪তম ওভারের শেষ বলে সৌদ শাকিলকে (২৫) আউট করেন মোহাম্মদ নবী। খানিকবাদে ৭৮ রান করা বাবরকে নিজের তৃতীয় শিকার বানান নুর। তখন পাকিস্তানের সংগ্রহ ছিল ২০৬ রান।

শেষ দিকে দলীয় সংগ্রহ ফুলিয়ে ফাপিয়ে তুলেন শাদাব খান এবং ইফতিখার আহমেদ। ৪৫ বলে ৭৩ রানের দুর্দান্ত একটি জুটি গড়েন। দুজনেই আউট হন ব্যক্তিগত ৪০ রানে।

ইবাংলা/এসআরএস

পাকিস্তান