সংবাদ সম্মেলনে হাজির সাকিব আল হাসান। সেটা দেখে মনে হয়েছিল, দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য ফিট বাংলাদেশ অধিনায়ক। কিন্তু না। সাকিব নিজেও নিশ্চিত নন মাঠে ফেরা নিয়ে।
উরুতে চোট পেয়েছেন টাইগার অলরাউন্ডার। গত ১৩ অক্টোবর চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময়। সেই ইনজুরির কারণে গত বৃহস্পতিবার পুনেতে ভারত ম্যাচে ছিলেন না সাকিব। তবে চোটের ধকল কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তিনি।
আরও পড়ুন>> যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ
গতকালের মতো আজও অনুশীলন করবেন সাকিব। যদি সবকিছু ঠিকঠাক মনে হয়, তাহলে প্রোটিয়াদের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ আগামীকাল ম্যাচের দিন সকালে সাকিব জানাবেন যে তিনি খেলবেন কিনা।
আজ ম্যাচ পূর্ববর্তী আনুষ্ঠানিকতায় বাংলাদেশ অধিনায়কের ভাষ্য ছিল ঠিক এমন, ‘ফিটনেসের আপডেট হচ্ছে গতকাল যখন অনুশীলন করেছি, তখন তেমন খারাপ কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করব। আশা করি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কাল খেলব।
ইবাংলা/এসআরএস