সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পুনরায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। সেখান থেকে আবার কেবিনে নেওয়া হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছিল। মঙ্গলবার বেলা ১১টায় আবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন>> বেলজিয়ামের পথে প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

কিডনি, ফুসফুস, হৃদরোগ ও লিভারের জটিলতায় ভোগা ৭৮ বছর বয়সী খালেদা জিয়াকে গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এরই মধ্যে তাকে বেশ কয়েক দফায় সিসিইউতে নেওয়া হয়েছিল। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। চিকিৎসকরা খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনে জোর দিচ্ছেন।

ইবাংলা/এসআরএস

খালেদা জিয়া