ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া নয়জনের মধ্যে ঢাকার বাসিন্দা পাঁচজন এবং ঢাকার বাইরের সাতজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু এক হাজার ২৮৪ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৫২ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন>> দুইশ’ ট্রাভেল গ্রুপের উদ্যোগে বিগেস্ট ট্যুরিজম ফেস্টিভ্যাল

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে রাজধানীর হাসপাতালে ৪২৭ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৪২৫ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়ালো ২ লাখ ৫৮ হাজার ৯১২ জনে। আর বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ হাজার ৫৪৬ রোগী।

এদিকে, একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৮৩ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২ লাখ ৫০ হাজার ৮২ জন।

ইবাংলা/এসআরএস

ডেঙ্গু