ডাচদের হারে পয়েন্ট টেবিলে লাফ বাংলাদেশের

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা ছাড়া সব দলই পাঁচটি করে ম্যাচ খেলে ফেলেছে। একমাত্র স্বাগতিক ভারত ছাড়া সব দলই পরাজয়ের স্বাদ পেয়েছে।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে বড় ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের একদম তলানিতে নেমে গিয়েছিল সাকিব বাহিনী। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে ডাচদের বড় পরাজয়ে পয়েন্ট টেবিলের সুসংবাদ পেয়েছে লাল-সবুজেরা।

আরও পড়ুন>> আওয়ামী লীগের সমাবেশ: বিকল্প ভেন্যুর নাম চেয়েছে পুলিশ

নেদারল্যান্ডসের হারের পর পয়েন্ট টেবিলে নয়ে উঠে এসেছে বাংলাদেশ। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে এক জয়ে সাকিব আল হাসানের দলের পয়েন্ট দুই।

বুধবার (২৫ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৯৯ রানের বড় পুঁজি দাঁড় করায় অজিরা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯০ রানেই গুঁটিয়ে গেছে ডাচরা। এতে ৩০৯ রানের বিশাল ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া।

দশে থাকা ডাচদের রান রেট মাইনাস ১ দশমিক ৯০২। অন্যদিকে মাইনাস ১ দশমিক ২৫৩ নেট রান রেট নিয়ে নবম স্থানে উঠে এসেছে টাইগাররা।

ইবাংলা/এসআরএস

বাংলাদেশে