ব্যাটিংয়ে ইংল্যান্ড, লঙ্কান একাদশে ম্যাথুস

বিশ্বমঞ্চে কঠিন সময় পার করছে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। চার ম্যাচে দুই দলের জয় মাত্র একটি। প্রাণ ফিরে পাওয়ার লক্ষ্য নিয়ে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে লড়তে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। চাপে পড়ে অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকে দলে ফিরিছে দ্বীপ দেশটি। এছাড়া একাদশে রাখা হয়েছে লাহিরু কুমারাকে। ইংলিশ একাদশে পরিবর্তন এসেছে তিনটি। রিস টপলি, এটকিনসন এবং ব্রুকের পরিবর্তে সুযোগ পেয়েছেন ক্রিস ওকস, মঈন আলি এবং লিয়াম লিভিংস্টোন।

আরও পড়ুন>> চিংড়ি-মাছ রফতানিতে নগদ সহায়তা দিতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ এবং মার্ক উড।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহিশ থিকাসান, কাসুন রাজিথা, লাহিরু কুমারা এবং দিলশান মাদুসাঙ্কা।

ইবাংলা/এসআরএস

ইংল্যান্ড