শুরুটা খারাপ ছিল না শ্রীলঙ্কার। ৩০ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৪৪ রান। কিন্তু পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ফিনিশিং ব্যর্থতায় বড় পুঁজি পাওয়া হয়নি দ্বীপ দেশটির। সোমবার আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে অলআউট হয়েছে ২৪১ রানে।
আজ উদ্বোধনী জুটিতে খুব বেশি এগোতে পারেনি লঙ্কানরা। পাথুম নিসাঙ্কা ও দিমুথ করুনারত্নের ২৫ রানের প্রতিরোধ ভাঙেন ফজলহক ফারুকী। আফগান পেসার শিকার বানান ১৫ রান করা করুনারত্নেকে। এরপর অধিনায়ক কুশাল মেন্ডিসকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন নিসাঙ্কা। দুজনে মিলে দলের খাতায় যোগ করেন ৬২ রান।
আরও পড়ুন> অবরোধে গণপরিবহন চলবে কিনা জানালো মালিক সমিতি
দলীয় ৮৪ এবং ব্যক্তিগত ৪৬ রানে আউট হন নিসাঙ্কা। এই লঙ্কান ওপেনারকে আউট করেন আজমতউল্লাহ ওমরজাই। নিসাঙ্কার ৬০ বলের ইনিংসে ছিল ৫টি চারের মার। মেন্ডিস আউট হন দলীয় ১৩৪ রানে। মুজিব উর রহমানের শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩৯ রান। ৪০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাড়ায় ৭ উইকেটে ১৮৫ রান।
একে একে সাজঘরে ফেরেন- সাদিরা সামারাবিক্রমা (৩৬), ধনাঞ্জয়া ডি সিলভা (১৪), চারিথ আসালঙ্কা (২২) এবং দুসমান্থা চামিরা (১)। শেষদিকে অ্যাঞ্জেলো ম্যাথুস (২৩) এবং মাহিশ থিকসানার (২৯) ব্যাটে লড়াই করার মতো পুঁজি পায় শ্রীলঙ্কা। আফগানদের সফল বোলার ফজলহক। এই পেসার শিকার করেছেন ৪ উইকেট।
ইবাংলা/এসআরএস