বিশ্বকাপের বাংলাদেশের লক্ষ্য বদলে গেছে। আইসিসির মেগা ইভেন্টে টিম টাইগার্সের প্রাথমিক লক্ষ্য ছিল সেমিফাইনাল। তবে টানা পাঁচ হারে তাদের সেরা চারে খেলা অসম্ভব। বিষয়টা বুঝতে বাকি নেই সাকিব আল হাসানের। তাই সেমির আশা ভুলে চ্যাম্পিয়ন্স ট্রফিকে টার্গেট বানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। পাকিস্তান ম্যাচের আগে বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আমাদের জিততেই হবে।’
আরও পড়ুন> সংলাপের মাধ্যমেই রাজনৈতিক সমস্যা সমাধান করতে হবে: কৃষিমন্ত্রী
চলতি বিশ্বকাপে নির্ধারিত হবে যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে কোন দল। বাইলজ অনুযায়ী পয়েন্ট টেবিলে সেরা আটে থেকে যারা লিগপর্ব শেষ করবে তারাই লড়বে ওই আসরে। ৬ ম্যাচে মাত্র ১ জয়ে বাংলাদেশ আছে নবম স্থানে। তাতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে শঙ্কায় টিম টাইগার্স। শঙ্কার মেঘ দূর করতে অবশিষ্ট তিন ম্যাচে জিততে মরিয়া লাল-সবুজ দল।
মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। তার আগে, সোমবার সংবাদ সম্মেলনে সতীর্থদের উদ্দেশ্যে সাকিব বলেছেন, ‘সেমিফাইনালের আশা নিয়ে কথা বলতে চাই না। সেমির সম্ভাবনা নেই। অন্তত একটু ভালো করতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে সেরা আটে থাকতে হবে। তাই আমাদের শেষ তিন ম্যাচ অবশ্যই জিততে হবে।’
ইবাংলা/এসআরএস