কাতার বিশ্বকাপ থেকেই বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল। ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার সঙ্গে ড্রয়ের পর উরুগুয়ের বিপক্ষেও ২-০ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিকে চলতি মাসেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। ফিফা ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে আগামী ২৪ নভেম্বর মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। সেই ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ের পাশাপাশি মেসির পায়ের জাদু দেখার অপেক্ষায় ফুটবল সমর্থকরা। ব্রাজিলের মারাকানায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচটি।
আরও পড়ুন>> ৩৮ ইঞ্চি বরের সঙ্গে ৩৭ ইঞ্চি কনের বিয়ে
তবে সেলেসাওদের বড় দুশ্চিন্তার নাম ফুটবলারদের চোট। চোটের কারণে দেখা মিলবে না ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার জুনিয়রের।
হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় নেইমার জুনিয়রকে দ্বিতীয়বার অস্ত্রোপচার করতে হয়েছে। তাই লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।
এবার চোটের তালিকা আরও দীর্ঘ হলো। নেইমারের পর এ তালিকায় যুক্ত হলেন সেলেসাওদের মিডফিল্ডার ক্যাসেমিরো।
নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে লিগ কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। এদিন চোট পেয়ে অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন ক্যাসেমিরো।
বিষয়টি নিশ্চিত করে ম্যানচেস্টারের কোচ এরিক টেন হাগ জানিয়েছেন, প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে সামনের ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
এদিকে জাতীয় দলের জার্সিতে পরের দুই ম্যাচেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে টেন হাগ জানান, বিরতির ঠিক আগে সে চোট পেয়েছিল। সে কারণেই তাকে উঠিয়ে নিতে হয়েছিল। আমাদের ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। তবে আমি মনে করি, শনিবারের (ফুলহ্যাম ম্যাচ) জন্য অবশ্যই সে ছিটকে গেছে।
ইবাংলা/এসআরএস