বাংলামোটরে যাত্রীবাহী বাসে আগুন

বিএনপি ও জামায়াতে ইসলামীসহ কয়েকটি বিরোধী দলের ডাকা অবরোধ চলাকালে রাজধানীর বাংলামোটর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন।

আরও পড়ুন>> দাম্পত্য জীবনের দুই দশকে মোশাররফ-জুঁই

এই কর্মকর্তা বলেন, বন্ধু পরিবহনের যাত্রীবাহী বাসটিতে আগুন দেওয়ার পর যাত্রীরা দ্রুত নেমে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে বলে জানান এরশাদ হোসাইন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি উত্তরা থেকে গুলিস্তানের দিকে যাচ্ছিল। বাংলামোটর সিগন্যাল পার হওয়ার পর পেছন থেকে বাসটি দাউদাউ করে জ্বলতে থাকে।

ইবাংলা/এসআরএস

বাসে আগুন