ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তানজিম সাকিব

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে বিশ্বকাপে শেষ দুই ম্যাচে জয় চাই বাংলাদেশ। প্রথম জয় তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে টিম টাইগার্স। সোমবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস ভাগ্য জিতেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

আজকের ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হবে তানজিম হাসান সাকিবের। পুরোপুরি ফিট না থাকায় তাকে সুযোগ দেওয়া হয়েছে। অপরদিকে শ্রীলঙ্কা খেলতে নেমেছে দুই পরিবর্তন নিয়ে। দিমুথ করুনারত্নে এবং দুসান হেমন্তের পরিবর্তে খেলবেন কুশাল পেরেরা এবং ধনাঞ্জয়া ডি সিলভা।

আরও পড়ুন>> সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, দুসমান্থা থিকসানা, কাসুন রজিথ এবং দিলশান মাদুসাঙ্কা।

ইবাংলা/এসআরএস

বাংলাদেশ