১৭১ রানে অলআউট শ্রীলঙ্কা

বিশ্বকাপের লিগপর্বে শ্রীলঙ্কা তাদের শেষ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। বৃহস্পতিবার কুশাল পেরেরার বিধ্বংসী ব্যাটিংয়ের বিপরীতে বাকিরা ছিলেন নিজেদের ছায়া হয়ে। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬.৪ ওভারে অলআউট হয়েছে মাত্র ১৭১ রানে।

আজ চলতি বিশ্বকাপে দ্রুততম হাফসেঞ্চুরি করার রেকর্ড করেছেন পেরেরা। মাত্র ২২ বলে ৫০-এর ঘরে পৌঁছান লঙ্কান ওপেনার। বিশ্বকাপ ইতিহাসে লঙ্কান ব্যাটারদের মধ্যে যৌথভাবে দ্বিতীয় হাফসেঞ্চুরি এটা। দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড অ্যাঞ্জেলো ম্যাথুসের দখলে। ২০১৫ সংস্করণে স্কটল্যান্ডের বিপক্ষে ২০ বলে ৫০ করেছিলেন তিনি। দিনেশ চান্দিমাল হাফসেঞ্চুরি করেছিলেন ২২ বলে।

আরও পড়ুন>> সড়কে আগুন দিয়ে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সব মিলিয়ে ৫১ রানে থামেন পেরেরা। তার ২৮ বলের ইনিংসে ছিল ৯ চার ও ২ ছক্কা। পঞ্চম ব্যাটার হিসেবে তিনি যখন সাজঘরে ফেরেন তখন শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ ছিল ৭০ রান! এটাই বলে দেয়, পেরেরার আগে চরম ব্যর্থতার ছাপ রেখেছে টপ অর্ডার ব্যাটাররা। এক অঙ্কের রান থামেন পাথুম নিসাঙ্কা (২), কুশাল মেন্ডিস (৬), সাদিরা সামারাবিক্রমা (১) এবং চারিথ আসালঙ্কা (৮)।

ব্যাটিং বিপর্যয়ে পড়া লঙ্কানরা ১২৮ রানে হারায় ৯ উইকেট। শেষ উইকেটে ৪৩ একটি জুটি গড়ে তুলেন মাহিশ থিকসানা (৩১*) এবং দিলশান মাদুসাঙ্কা (১৯)। তাতেই দেড়শ ছাড়ায় তাদের দলীয় সংগ্রহ। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। লুকি ফার্গুসন, মিচেল স্যান্তনার এবং রাচিন রবীন্দ্র ২টি করে এবং টিম সাউদি ১টি উইকেট পান।

ইবাংলা/এসআরএস

 

 

শ্রীলঙ্কা