টিকা পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

স্বাস্থ্যবার্তা ডেস্ক

চলতি সপ্তাহের মধ্যেই সিনোফার্মের (চীনের) কোভিড-১৯ ভ্যাকসিন পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১৯ জুন) বেলা ১১টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের টিকাদান কেন্দ্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২-১ দিনের মধ্যেই শেরেবাংলা মেডিকেল কলেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের তালিকা পাঠাবে।

তালিকা অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় বা হলের আইডি কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকা গ্রহণ করতে পারবেন। এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আলোচনা সভায় আমি ছিলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেয়ার কথা বলেছিলেন- সেটারই কার্যক্রম শুরু হলো। বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিনটি হল মিলিয়ে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ১৪শ’।

ই বাংলা/ আই/ ১৯ জুন, ২০২১

টিকাবরিশালশিক্ষার্থীরা
Comments (0)
Add Comment