গাজায় যুদ্ধ নিয়ে বৈঠকে বসছে আরব লিগ-ওআইসি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে আলোচনা করতে সৌদি আরবের রিয়াদে বৈঠকে বসছেন আরব লিগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) নেতারা। আরব ও মুসলিম বিশ্বের প্রধান এই দুই সংগঠনের সম্মেলনের আয়োজন করছে সৌদি আরব। খবর আনাদোলুর।

এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজা সংঘাত ও এর কারণে সৃষ্ট মানবিক বিপর্যয় নিয়ে শনিবার রিয়াদে আরব লিগের শীর্ষ সম্মেলন হবে। এর পরের দিন রবিবার ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর মধ্যে আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন>> বাংলাদেশের অগ্রযাত্রা কেউ দমিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

এর আগে গত সোমবার ওআইসি জানিয়েছিল, গাজা উপত্যকায় ইসরাইলি হামলা নিয়ে আলোচনার জন্য ১২ নভেম্বর রিয়াদে একটি জরুরি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে আরব লিগ ও ওআইসির দুটি শীর্ষ সম্মেলন হলেও আরব-আফ্রিকান শীর্ষ সম্মেলন স্থগিত করেছে রিয়াদ। এই সম্মেলনটি ১২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরাইলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা শুরু করেছে ইসরাইলি সেনারা। অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা এক মাসের অব্যাহত হামলায় নিহত মানুষের সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে প্রায় অর্ধেক শিশু রয়েছে। এ ছাড়া ইসরাইলি হামলা থেকে বাঁচতে ঘরছাড়া হয়েছেন ১৫ লাখ ফিলিস্তিনি।

ইবাংলা/এসআরএস

লিগ-ওআইসি