প্রণোদনার পরিমাণ দ্বিগুণ হওয়ায় বৈধ পথে অর্থ পাঠাতে আগ্রহ বেড়েছে প্রবাসীদের। এর ফলে চলতি অর্থবছরের (২০২৩-২৪) সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ৬৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বেশি এসেছে। গত মাসে রেমিট্যান্সে এসেছে আরো বড় চমক।
প্রতি মাসে রেমিট্যান্স পাঠানোয় সৌদি প্রবাসীরা এগিয়ে থাকলেও এবার শীর্ষস্থান দখলে নিয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। অক্টোবরে শুধু সংযুক্ত আরব আমিরাত থেকেই রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার।
আরও পড়ুন>> সেনবাগে ১১৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য এসেছে।
বাড়তি প্রণোদনার কারণেই বৈধ পথে রেমিট্যান্সের পরিমাণ বাড়ছে বলে মনে করছেন প্রবাসীরা।
দুবাই ব্যবসায়ী সালাহউদ্দিন চৌধুরী বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো ৫ শতাংশ বেশি প্রণোদনা দিচ্ছে। ফলে বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহিত হচ্ছেন প্রবাসীরা। এটা দেশের অর্থনীতির জন্য কল্যাণকর।
ইবাংলা/এসআরএস