বিএনপি ও জামায়াতে ইসলামীসহ কয়েকটি বিরোধী দলের সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলাকালে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাসসহ ১৪টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি।
রোববার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মিডিয়া বিভাগ জানায়, রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ১৪টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন>> ইসিতে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
গত ২৪ ঘণ্টায় ১৫টি আগুনের ঘটনার মধ্যে ঢাকা সিটিতে আটটি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুর) তিনটি, বরিশাল বিভাগ (বরিশাল সদর) একটি, রাজশাহী বিভাগে (নাটোর) একটি, রংপুর বিভাগে (দিনাজপুর) একটি ঘটনা ঘটে। এসব ঘটনায় ১১টি বাস, একটি নছিমন, একটি ট্রাক, একটি নছিমন পুড়ে যায়।
এছাড়া ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতার হাতে লাগানো আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪১টি ইউনিট এবং ৭৭৬ জন জনবল কাজ করে।
গত ২৮ অক্টোবর রাজধানীতে ডাকা মহাসমাবেশ পুলিশের সঙ্গে সংঘর্ষে পণ্ড হয়ে যাওয়ার পর থেকে এক দিন হরতাল পালনের পর সর্বাত্মক অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। ইতোমধ্যে চার দফা অবরোধ কর্মসূচি শেষে আগামী বুধবার ভোর থেকে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তাদের সঙ্গে মিল রেখে জামায়াতে ইসলামীসহ সমমনা বিরোধী দলগুলোও একই কর্মসূচি পালন করছে।
এদিকে অবরোধ কর্মসূচির শুরু থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়াসহ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে আসছে দুর্বৃত্তরা। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে নাশকতা রুখতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। হাতেনাতে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা বিএনপির নেতাকর্মী বলে দাবি করছে পুলিশ।
ইবাংলা/এসআরএস