এবার নকআউটপর্বের লড়াই। বুধবার মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। মু্ম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজেয় দল ভারত। অপরদিকে নিউজিল্যান্ড ফাইনাল খেলেছে আগের দুই আসরে। অর্থাৎ আগামীকালের লড়াইয়ে কোনো দলকে এগিয়ে রাখার সুযোগ নেই।
রোহিত শর্মাও আত্মবিশ্বাসের বলি হতে চান না। বরং নিউজিল্যান্ডকে স্মার্ট অ্যাখ্যা দিয়ে ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘আমরা যখনই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছি, সম্ভবত সবচেয়ে সুশৃঙ্খল একটি দলকে পেয়েছি। তারা তাদের ক্রিকেট খুব স্মার্টলি খেলে। প্রতিপক্ষের মানসিকতা বোঝে এবং ২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে সেমিফাইনাল ও ফাইনাল খেলছে। এই দলটি কেমন চ্যালেঞ্জ জানাতে পারে তা আমাদের বোধগম্য।’
আরও পড়ুন>> ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৭০
আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ড তেমন ভালো নয়। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা দ্বারা আয়োজিত টুর্নামেন্টে ১৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। নিউজিল্যান্ড জিতেছে ১২টিতে। ভারতের জয় মাত্র ৫টি। পরিত্যক্ত হয়েছে ১টি ম্যাচ। ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়েও এগিয়ে কিউইরা। ১০ ম্যাচে তাদের জয় ৫টি। ভারতের ৪টি। অপর ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।
ইবাংলা/এসআরএস