সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পাঁচজন ঢাকার বাসিন্দা। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪২৯ জন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন>> বিশ্বকাপ বাছাইপর্ব: অস্ট্রেলিয়ার কাছে ৭ গোলে বিধ্বস্ত বাংলাদেশ
এতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৯৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৯১ হাজার আটজন। মারা গেছেন ১ হাজার ৫২৮ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৯০ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৩৮ জন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
ইবাংলা/এসআরএস