ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে ভারত

অপেক্ষার প্রহর শেষ। মাঠে গড়িয়েছে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টস। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভাগ্যের লড়াইয়ে হারেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আপনার সিদ্ধান্ত কি? রবি শাস্ত্রীর এই প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব।’ এতে অবশ্য হতাশ হননি রোহিত। টস জিতলে ব্যাটিং নিতেন বলে জানান তিনি।

আরও পড়ুন>> ভারত বিশ্বকাপ জিতলে ‘নগ্ন’হতে চাওয়া কে এই অভিনেত্রী? 

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদ্বীপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইনগ্লিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজলউড।

ইবাংলা/এসআরএস

ভারত