চোরাইপথে নিত্যনতুন অভিনব কায়দায় সোনা চোরাচালানীরা বিমানবন্দর ব্যবহার করে আসছে। এবার সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে থাকা জুসার মেশিন থেকে ৩৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস বিভাগ।
সিলেট কাস্টমসের ডেপুটি কমিশনার মো. আল আমিন জানান, সোমবার সকাল ৯টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের ওই যাত্রীকে আটক করেছেন তারা। আটক পরেন্দ্র দাসের (৩৬) বাড়ি মৌলভীবাজার সদর থানার আটঘর এলাকায়।
আল আমিন বলেন, দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে স্বর্ণের বড় একটি চালান আসার খবর পান কাস্টমস কর্মকর্তারা। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় পরেন্দ্রের গতিবিধি সন্দেহজনক মনে হওযায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ সময় পরেন্দ্র স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে তার শরীর ও লাগেজে তল্লাশি করা হয়। পরে একটি জুসার মেশিন থেকে ৩৮টি স্বর্ণের বার ও একটি স্বর্ণের চাকতি উদ্ধার করা হয়।”
উদ্ধার স্বর্ণের ওজন প্রায় ছয় দশমিক ১৩৮ কেজি, যার বাজারমূল্য সাড়ে তিন কোটি টাকা বলে জানিয়েছেন ওসমানী বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তার। আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের দায়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইবাংলা/ আমিনুল/ টিপি/ ৮ নভেম্বর, ২০২১