রাজধনীতে অনুষ্ঠিত হলো‘বইফেরী জন্মোৎসব ও বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান

ইবাংলা প্রতিবেদক

অনলাইন বই বিপণন প্রতিষ্ঠান বইফেরী ডট কম এর ২য় জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘বইফেরী জন্মোৎসব অনুষ্ঠিত হয়েছে এসময় বেস্টসেলার অ্যাওয়ার্ড- ২০২৩’ প্রদান করা হয়েছে ।

এ আয়োজনে ‘সৃজনশীল’, ‘মননশীল’, ‘অনুবাদ’ ও ‘ইসলামিক’ বিভাগে নির্বাচন করা হয়েছে বেস্টসেলার বই, লেখক ও প্রকাশনী। পাশাপাশি বইকে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়ার সামাজিক অবদান-স্বরূপ ‘বইয়ের শহর’ ফেসবুক গ্রুপকে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ ‘বইফেরী জন্মোৎসব ও বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান অনুষ্ঠান হয়।

বইফেরী ডট কম এর চেয়ারম্যান রাশেদুল আলম এর সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন কথাসাহিত্যিক ও প্রথম আলো’র ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ ছড়াকার ও বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, অতিরিক্ত কমিশনার (বাংলাদেশ কাস্টমস) ও গোয়েন্দা লেখক অরুণ কুমার বিশ্বাস, কথাসাহিত্যিক ও মনোশিক্ষাবিদ মোহিত কামাল ও বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক খুরশীদ আলম।

সৃজনশীল ও মননশীল বিভাগে লেখক হিসেবে পুরস্কার পেয়েছেন- মোশতাক আহমেদ, ইকবাল বাহার, লতিফুল ইসলাম শিবলী, ওয়াহিদ তুষার, গাজী মিজানুর রহমান, মুহম্মদ আনোয়ার হোসেন ফকির।

ইসলামিক ও অনুবাদ বিভাগে পেয়েছেন- আরিফ আজাদ, ডা. শামসুল আরেফীন, মিরাজ রহমান, অনীশ দাস অপু, প্রিতম মুজতাহিদ ও এ. এস. এম. রাহাত। সৃজনশীল ও মননশীল বিভাগে পুরস্কার পাওয়া বইয়ের মধ্যে রয়েছে একজন তারা মিয়া, লাভ ইট অর লিভ ইট, আমাদের ঠিকানা বদলে গেছে, বক্তৃতা দিতে শিখুন, স্বপ্ন ও সফলতা, পাসপোর্ট টু গ্রামার।

ইসলামিক ও অনুবাদ বিভাগে রয়েছে- কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ, রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ, ওপারেতে সর্বসুখ, হাউ টু টক টু এনিওয়ান, ডোপামিন ডিটক্স, মাস্টার ইয়োর ইমোশনস। সৃজনশীল ও মননশীল বিভাগে পুরস্কার পাওয়া প্রকাশনীর মধ্যে রয়েছে- আদর্শ, তাম্রলিপি, নালন্দা, কেন্দ্রবিন্দু, দাঁড়িকমা, অদম্য প্রকাশ।

ইসলামিক বিভাগে রয়েছে- সমকালীন প্রকাশন, সত্যায়ন প্রকাশন, গার্ডিয়ান পাবলিকেশনস। অনলাইনে বই কেনা-বেচার আদর্শ একটি মার্কেটপ্লেস ‘বইফেরী ডট কম’। সহজ ও ঝামেলামুক্ত সেবা দেওয়ায় খুব অল্পসময়েই দেশের অন্যতম প্রধান একটি অনলাইন বুকশপে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি।

ইবাংলা/ বা এ

অ্যাওয়ার্ড-২০২৩প্রদানবেস্টসেলার