রাস্তা বন্ধ করে নির্বাচনি জনসভা, বিমান প্রতিমন্ত্রীকে শোকজ

নির্বাচনী সমাবেশ রাস্তা দখল করে করার অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

মঙ্গলবার (২ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান কমিটি স্ব-উদ্যোগে বিষয়টি উদঘাটন করে এই শোকজ দেয়।

আরও পড়ুন>> ‘হুমকিও’ রয়েছে, তাই অনেক দাঁড়াচ্ছেন: জিএম কাদের

নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী অনুসন্ধান কমিটির নিয়মিত কাজের অংশ হিসেবে হবিগঞ্জ-৪ নির্বাচনী এলাকায় পরিদর্শনের সময় দেখতে পান মাহবুব আলী চুনারুঘাট উপজেলার মধ্যবাজারে রাস্তার উপর এক নির্বাচনী জনসমাবেশ করছেন। এ সময় বাজারের পূবালী ব্যাংকের শাখার সামনের মোড় হতে মুক্তিযোদ্ধা চত্ত্বর পর্যন্ত পুরো রাস্তা বন্ধ করে দেয়া হয়।

ফলে ওই রাস্তায় যাতায়াতরত সাধারণ মানুষকে চরম দুর্যোগের সম্মুখীন হতে হয়। যা নির্বাচনী আচরণ বিধিমালার স্পষ্ট লঙ্গন।

নোটিশে আগামী ৫ জানুয়ারির মধ্যে অ্যাড. মাহবুব আলীকে নিজে বা প্রতিনিধির মাধ্যমে আচরণবিধি ভঙ্গের বিষয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার জন্য বলা হয়েছে।

এর আগে, একই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে দু’বার আচরণ বিধি ভঙ্গের দায়ে শোকজ করে।

ইবাংলা/এসআরএস