ইসরায়েলি হামলায় গাজায় নিহত ২২ হাজার ৮০০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা পৌঁছেছে ২২ হাজার ৮৩৫ জনে। এদের মধ্যে প্রায় ১০ হাজার শিশু। এছাড়া গাজায় আহত হয়েছে অন্তত ৫৮ হাজার ৪১৬ জনের বেশি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েল গাজায় ১১৩ জনকে হত্যা করেছে। আহত হয়েছেন ২৫০ জনের বেশি। খবর আনাদুলু এজেন্সির

ইসরায়েল এখন পর্যন্ত গাজায় ৩২৬ জন স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে এবং ১০৪টি অ্যাম্বুলেন্স ধ্বংস করেছে। এছাড়া গাজার ১৫০ স্বাস্থ্য সুবিধাকে লক্ষ্য করেছে ইসরায়েল এবং ৩০টি হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

সম্প্রতি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা উল্লেখ করেছেন যে, ৯৯ জন স্বাস্থ্যকর্মীকে অমানবিকভাবে আটক করেছে ইসরায়েল।

তিনি বলেন, গাজায় ১৯ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ দুর্ভিক্ষ ও মহামারির মুখে পড়েছে। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে যে, ১৯৪৮ সালের নাকবার পর এই বছর শহিদের সংখ্যা সবচেয়ে বেশি।

আরও পড়ুন>> টানা চতুর্থবার সরকার গঠন করছে আওয়ামী লীগ

ইউনিসেফের পরিচালক জেমস এল্ডার বলেছেন যে, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার এক হাজারেরও বেশি শিশুর এক বা উভয় পা কেটে ফেলা হয়েছে।

তিন মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে ফিলিস্তিনের গাজা ‘বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ সংক্রান্ত প্রধান। গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার প্রেক্ষিতে যুদ্ধের উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। তিন মাস পার হলেও গাজায় ইসরায়েলের হামলা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার সাধারণ নাগরিকদের বিরাট অংশ গৃহহীন হয়ে পড়েছেন। এছাড়াও অনেকেরই বাড়িঘর ধ্বংস হয়েছে। বেশ কিছু অংশ এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় ‘গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ সংক্রান্ত প্রধান মার্টিন গ্রিফিথস।

প্রায় দুই মাস ধরে গাজায় স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। এই অভিযানে অংশ নিয়ে ইসরায়েলের সেনারা গাজা থেকে নগদ টাকা, সোনার গয়নাসহ নানা ধরনের মূল্যবান সম্পদ লুট করছে তারা। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি সেনারা প্রায় ২৫ মিলিয়ন ডলার (২৭৩ কোটি টাকার বেশি) মূল্যের সম্পদ লুট করেছে।

গাজার মিডিয়া অফিস শনিবার জানিয়েছে, ইসরায়েলি সেনারা গাজা থেকে নগদ অর্থ, সোনা-দানা লুট করেছে। গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত লুটের সম্পদের পরিমাণ প্রায় ৯০ মিলিয়ন শেকেল।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে যে, গাজার শিশুরা দুঃস্বপ্নের মধ্যে পড়েছে। সেখানকার প্রায় ১১ লাখের বেশি শিশু সংঘাত, অপুষ্টি এবং রোগের তীব্রতার হুমকির সম্মুখীন হচ্ছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল শুক্রবার এক বিবৃতিতে বলেছেন যে, ‘গাজার শিশুরা এমন একটি দুঃস্বপ্নের মধ্যে পড়েছে যা দিন দিন আরও খারাপ হচ্ছে।’

ইবাংলা/এসআরএস