ভারতে চিকিৎসা পাবে ১০০ বীর মুক্তিযোদ্ধা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারত সরকার বাংলাদেশের ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে। এ লক্ষ্যে দরখাস্ত আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

‘বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবাদান’ স্কিমের আওতায় ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকার ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

সোমবার (৮ নভেম্বর)মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়য়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে ৩০ নভেম্বর পর্যন্ত এ বিষয়ে আবেদন জমা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও ফরম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে।

 ইবাংলা/নাঈম/০৮নভেম্বর, ২০২১

Comments (0)
Add Comment