২০২৪ সালের এসএসসি পরীক্ষার সময় কোন কেন্দ্র পরিদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পাবলিক পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের কারণে শিক্ষার্থীদের উপর এক ধরনের হয়রানিমূলক পরিস্থিতি, মানসিক যন্ত্রণা এবং জনদুর্ভোগের সৃষ্টি হয় বিবেচনায় এ সিদ্ধান্ত বলে জানা গেছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) এক ঘোষণায় শিক্ষামন্ত্রী বলেন,পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারাও যাতে কেন্দ্র পরিদর্শনে না যান, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাও নেয়া হবে।
মহিবুল হাসান চৌধুরী বলেন, এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে আমরা একটা ভিন্ন চিন্তা করেছি। কেন্দ্র পরিদর্শন পরীক্ষার্থীদের জন্য মানসিক ট্রমা। পরীক্ষার দিন মন্ত্রী যে কেন্দ্রে যান, সেই কেন্দ্রে সবার জীবন শেষ। মিডিয়ার কমপক্ষে ১০০ জন থাকেন। কেন্দ্র পরিদর্শনের দিন কমপক্ষে ১০০টি গাড়ি থাকে। মন্ত্রণালয়, অধিদফতরসহ যত বড় বড় কর্মকর্তা আছেন, আমরা সবাই যাই।
পরীক্ষা-সংক্রান্ত আইন তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, আমি ইনভিজিলেটর না, পরিদর্শক ছাড়া কারও ঢোকার ক্ষমতা নেই আইন অনুযায়ী। মন্ত্রী, সচিব, মহাপরিচালক আমরা ক্ষমতাবলে মাতবরি করছি। কেন্দ্র পরিদর্শনের নামে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কেন্দ্রের ওপর যে হয়রানিমূলক এবং মানসিক যন্ত্রণাদায়ক যে পরিস্থিতির সৃষ্টি হয়, এসব ভোগান্তি দূর করার জন্য আমরা কেন্দ্র পরিদর্শনে যাবো না। কেন্দ্র পরিদর্শনে যাওয়ার আইনি এখতিয়ার আমাদের কারও নেই।
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এবার ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা রয়েছে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত পরিবেশে সম্পন্নের লক্ষ্যে ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।