মেসির শর্তে নাখোশ পিএসজি

ক্রীড়া ডেস্ক :

মেসিকে দলে নেয়ার জন্য পিএসজি আর্থিক খরচের অংকটা কম নয়। সেই সঙ্গে শর্তের  লিষ্টটা ও বেশ লম্বা। তবে এবার ক্লাবটি মেনে নিতে পারছে না মেসির শর্ত । পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো জানান, আন্তর্জাতিক বিরতির সময় নিজ দেশ আর্জেন্টিনায় খেলতে যাওয়ার সুযোগকে অগ্রাধিকার দেয়ার যে শর্ত মেসি জুড়ে দিয়েছেন সেটির সঙ্গে একমত নয় ক্লাব।

২০২২ বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনার হয়ে সবগুলো ম্যাচ খেলতে চান মেসি। ক্লাব ও দেশের মধ্যে কোনোরকম বিরোধ ছাড়াই আসন্ন কাতার বিশ্বকাপে অংশ নিতে চান। হাঁটুর ইনজুরিতে থাকায় পিএসজির হয়ে সর্বশেষ দুই ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন তারকা।

এমতাবস্থায় নভেম্বরের আন্তর্জাতিক বিরতির সময় মেসি ও লিয়ান্দ্রো পারদেশকে আন্তর্জাতিক দায়িত্বে পাঠানোর ধারনাটিকে সমর্থন করতে পারছেন না লিওনার্দো। তিনি লে প্যারিসিয়ানকে বলেন, ‘শারীরিক অবস্থা ভালো নয়, অথবা সুস্থতার জন্য পুনর্বাসনে রয়েছেন এমন খেলোয়াড়দের আন্তর্জাতিক দলের জন্য নির্বাচন করার বিষয়টি আমরা সমর্থন করি না। এটি যুক্তিযুক্ত নয়। এমন পরিস্থিতিতে ফিফার সঙ্গে একটি বাস্তব সম্মত চুক্তির প্রয়োজন।’

ইবাংলা/ টিপি/ ৯ নভেম্বর, ২০২১

পিএসজিমেসি
Comments (0)
Add Comment