বিপিএল মাতাতে আসছেন বিশ্বকাপজয়ী ইংলিশ তারকা

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছিল ইংল্যান্ড। সেবার ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। ভারতের দেয়া ১৬৯ রানের সংগ্রহ তাড়া করতে নেমে তিনি একাই করেছিলেন ৪৭ বলে ৮৬ রান, দারুণ এই ইনিংসের সুবাদেই চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। থ্রী লায়ন্সদের বিশ্বকাপ জেতানো এই তারকা ব্যাটারই এবার আসছেন বিপিএল মাতাতে।

এবারের বিপিএলে শুরুটা দুর্দান্ত করেছিল খুলনা টাইগার্স। টানা চার ম্যাচ জিতে নিয়েছিল এনামুল হক বিজয়ের দল। কিন্তু এরপরই হঠাত ছন্দপতন। টানা তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় দলটি। এমন অবস্থায়ই বিশ্বকাপজয়ী ইংলিশ তারকা হেলসকে দলে নেয়ার খবর দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আরও পড়ুন>> আনসারকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী

সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে হেলসকে দলে ভেড়ানোর খবর দিয়েছে খুলনা। চট্টগ্রাম পর্ব থেকেই তিনি বিজয়ের দলের হয়ে মাঠে নামতে পারেন। অবশ্য বিপিএলে এবারই প্রথম নন ইংলিশ এই তারকা, এর আগে দুরন্ত রাজশাহীর হয়েও খেলেছিলেন তিনি।

ইংলিশ এই ব্যাটার নিজ দেশের হয়ে খেলেছেন ১১ টেস্ট, ৭০ ওয়ানডে এবং ৭৫ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হেলসের নামের পাশে ১২টি অর্ধশতকের পাশাপাশি আছে ১টি শতকও। ব্যাট হাতে রান করেছেন ২ হাজার ৭৪।

ইবাংলা/এসআরএস