তিন ফরম্যাটেই বাংলাদেশের নতুন অধিনায়ক শান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবি কার্যালয়ে নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন এজেন্ডা নিয়ে আজকের সভায় আলোচনা হয়। যাতে অন্যতম ছিল অধিনায়ক ইস্যু।

সভা শেষে সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান গণমাধ্যমের মুখোমুখি হন। তিনি জানান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তিন ফরম্যাটেই নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আরও পড়ুন >>  ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা এলডিপির

সাকিব আল হাসান দায়িত্ব ছাড়বেন, এটি সবার জানা ছিল। কে হবেন নতুন অধিনায়ক কৌতূহল ছিল তা নিয়ে। সভা শেষে সবার কৌতূহল মেটান বিসিবি সভাপতি। সাকিবের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা শান্তকেই করা হয়েছে পূর্ণ মেয়াদের অধিনায়ক।

নাজমুল হাসান বলেন, ‘অধিনায়ক কে হবেন তা নিয়ে আলোচনাটা সবচেয়ে বেশি সময় নিয়ে হয়েছে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি শান্তকে তিন ফরম্যাটেই অধিনায়ক করার। অন্তত এই বছরটার জন্য। সাকিব সুস্থ হলে সেই হবে আমাদের অধিনায়ক।’

আগে থেকে দুই ফরম্যাটে অধিনায়ক থাকা সাকিব আল হাসান ওয়ানডে নেতৃত্ব পান গত এশিয়া কাপের আগে। হুট করে তামিম ইকবাল নেতৃত্ব ছাড়লে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। বিশ্বকাপের পর আর একদিনও অধিনায়ক থাকবেন না এমন কথা অবশ্য আগেই জানিয়েছিলেন সাকিব। তবে ধারণা ছিল সেটি শুধু ওয়ানডেতে।

শান্তর জন্য নেতৃত্ব অবশ্য নতুন কিছু নয়। গত বিশ্বকাপেও সাকিবের অনুপুস্থিতিতে দুটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এই ব্যাটার। পরে তার নেতত্বে নিউজিল্যান্ডকে টেস্ট হারায় বাংলাদেশ। কিউই সফরেও প্রথমবারের মতো জয় পায় ওয়ানডে ও টি-টোয়েন্টিতে।

ইবাংলা/এসআরএস