শুক্রবার ফাইনাল দিয়ে পর্দা নামতে চলেছে বিপিএল দশম আসরের। শুক্রবার সন্ধ্যা সাতটায় শিরোপার মহারণে লড়বে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। ফাইনালের আগের দিন আসরের প্রাইজমানি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ঘোষিত প্রাইজমানি অনুযায়ী চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। আর রানার্সআপ দল পাবে ১ কোটি টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য রাখা হয়েছে ১০ লাখ টাকা।
এছাড়া ফাইনালের ম্যাচসেরা, সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেটশিকারী প্রত্যেকে পাবেন ৫ লাখ টাকা করে। টুর্নামেন্টের সেরা ফিল্ডার পাবেন তিন লাখ টাকা পুরস্কার।